শুধু আমি নেই আমার মতো- ইসতিয়াক আহম্মেদ আবিদ
শুধু আমি নেই আমার মতো
ইসতিয়াক আহম্মেদ আবিদ
হিসাব খাতার সেই শুভ্র পৃষ্ঠাগুলি
রয়েছে আগের মতোই
শুধু আমি নেই আমার মতো।
মলাটের ফাকে জমা নিঃশব্দ ধুলোবালি
জড়বস্তুর মতোই জীব-ধর্মহীন
শুধু আমার এ হৃদয়ই অমলিন।
কবির ভাবনার সেই চোরা বালির জগৎ
রয়ে যায় আগের মতোই
শুধু আমি নেই আমার মতো।
কবিতার সেই ছন্দমালা
রয়েছে আগের মতোই
শুধু আমি নেই আমার মতো।
গানের সেই মন ভোলানো সুর
আছে সুরের মতো
শুধু আমি নেই আমার মতো।
প্রেমের সেই অবাক অনুভূতি
আছে তার নিজের মতোই
শুধু আমি নেই আমার মতো।
ভালোবাসার মননে গল্পগুলো
আছে গল্পের মতোই
শুধু আমি নেই আমার মতো।
ছলনার সেই রৌদ্রকষ্ট
রয়েছে আগের মতোই
শুধু আমি নেই আমার মতো।
বর্ষার রিমঝিম শব্দ, মুষূল বারিধারা
রয়েছে আগের মতোই
শুধু আমি নেই আমার মতো।
শ্রাবণের কালো মেঘের ফাঁকে সূর্যের লুকোচূরি
রয়েছে আগের মতোই
শুধু আমি নেই আমার মতো।
শরতের সেই শুভ্র কাশবন, শীতের তাপহীন শুষ্কতা
রয়েছে আগের মতোই
শুধু আমি নেই আমার মতো।
বসন্তের সেই সোনাঝরা দিনগুলো
রয়েছে এখনো প্রেমময়
তাই আমি অবেলায় হয়ে যাই তন্ময়।
স্নেহময়ী মমতায় মলিন জায়নামাজ
রয়েছে অশ্রু পরশ প্রাপ্ত
শুধু আমিই রয়ে যাই অতৃপ্ত।
শুভ্রতার চাদরে আবৃত রজনী
আছে তার নিজের মতোই
শুধু আমি নেই আমার মতো।
এই অবাক করা নির্বাক পৃথিবী
আছে তার নিজের মতোই
শুধু আমি নেই আমার মতো।
বিয়াম মডেল স্কুল ও কলেজ, বগুড়া
১০ম শ্রেণি