বেঁচে থাকার ব্যাকুলতা- সুমাইয়া বিনতে আফজাল
বেঁচে থাকার ব্যাকুলতা
সুমাইয়া বিনতে আফজাল
—————————
একদিন থেমে যাবে এ জীবনের সমস্ত কোলাহল
আমাকে রেখে সবাই বাঁচতে শুরু করবে জীবনের তাগিদে ,
সেদিন আমার নিজের একটা ছোট্ট ঘর হবে
তারপর শুরু হবে পথ চলা অনন্তকালের ।
একদিন সব বিলিন হবে
মিলিয়ে যাবে ভেষে আসা শব্দ দূষণ
নতুন করে শুরু হবে জীবনের বসন্ত ,
খেয়ালে বেখেয়ালে আলো-আধাঁরের অদ্ভূত জাগরণে
পড়ে থাকবো শুধু আমি একা…
তারপর;আমি আবার বাচতে শুরু করবো ।
তাহলে এতদিন কি তুমি বেঁচে ছিলে না ?
হঠাৎ কেউ একজন বলে উঠলো;
শুধুই দীর্ঘশ্বাস ফেলে আমি বললাম;না ।
সে গম্ভীর ভাবে আবার ও প্রশ্ন করলো-কেনো ?
আনন্দ উল্লাসে বেশ তো চলছিলে এতদিন…
তাহলে এটাকে কি বেঁচে থাকা বলে না ?
আমি নিশ্চুপ;কি জবাব দিব...
আমি যে কারণে অকারণে নিজেকে ডুবিয়ে রেখেছি এক অন্য জগতে
আবারো লম্বা দীর্ঘশ্বাস;বললাম একে বুঝি বেঁচে থাকা বলে??
সে শুধু অপলক দৃষ্টিতে তাকিয়ে রইলো...
হঠাৎ নীরবতা ভেঙে আচমকা বলে উঠলাম
আমি বাঁচতে চাই; জীবন কে আবার রাঙাতে চাই…
নতুনত্বের মাঝে নিজেকে আবার সাজিয়ে তুলতে চাই ।
আমি ফিরে যেতে চায় কোলাহলময় সেই পরিবেশে
যেখানে আছে ফুলের সুবাস;অজস্র পাখির কিচিরমিচির ডাক ,
ওদের সাথে মিলে মিশে আমি একাকার হতে চাই
এ পৃথিবী কে জানাতে চাই;হারিয়ে যাইনি আমি-
সকলের অগোচরে থেকে আবার আমি ফিরে এসেছি এক নতুন রুপে।
আচ্ছা কে তুমি,কোথা থেকে এসেছো ?
এভাবে কি দেখছো?
সে বললো - আমি মানুষ বেঁচে থাকা দেখতে এসেছি ।
যে জীবন আমি হারিয়েছি বহুকাল আগে।
তারপর
কিছুটা বিষন্ন হয়ে ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলল-
ভালো থেকো তুমি; নিজেকে বাঁচিয়ে রেখো অনন্তকাল নতুনত্বের মাঝে ।
অনেক টা সময় ফুরিয়ে গেছে;আসছি আমি
বিদায়…
আমি শুধু তার যাওয়ার পথে দৃষ্টি রাখলাম
কিছু সময় পর কোথায় যেনো মিলিয়ে গেলো সে…
শুধু ভাবলাম;এইতো সময়
একেই বোধহয় বলে জীবন
এক জীবনে বেঁচে থাকা আর হলো না বুঝি…!!